নতুন প্রজন্মের কবিতা কেমন, জানুন মামুন খানের কবিতায়। তার কবিতা বাইরে তমাল, ভেতরে ঝরঝরে ঝলক। তবে দুর্বোধ্যতাকে এড়িয়ে চলেন সযতেড়ব। অন্যরা যেখানে কবিতাকে কুঠারের তলে রেখে দেন ফেড়ে তথ্য বের করার জন্য, সেখানে মামুন খান তৈরি করেন রহস্যের জগৎ। যে জগত অন্যদের থেকে আলাদা, যেখানে সর্বদাই নতুন ভুবনের গান।